প্রকাশিত: Sat, Dec 30, 2023 10:34 PM
আপডেট: Tue, Jan 27, 2026 5:21 AM

[১]সেনাবাহিনীতে রদবদল: সেনাবাহিনীর নতুন সিজিএস হলেন লে: জেনারেল ওয়াকার ও নতুন পিএসও শামীম

আজাহার আলী সরকার, মাসুদ আলম: [২] সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লে: জেনারেল ওয়াকার-উজ-জামানকে শুক্রবার সেনাবাহিনীর নুতন চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) নিয়োগ করা হয়েছে। তিনি ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স অফিসার।

[৩] নবম পদাতিক ডিভিশন সাভারের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামিমকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে। 

[৪] সেনাবাহিনীর বর্তমান  চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান চাকরি শেষে ৩১ ডিসেম্বর থেকে স্বাভাবিক অবসরে যাচ্ছেন। তিনি ১১ তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্স অফিসার ছিলেন।

[৫] বদলির আদেশ পাওয়া অন্য কর্মকর্তাদের মধ্যে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল শাহিনুল হককে সেনাসদর দপ্তরে অর্ডন্যান্স মাস্টার জেনারেল বা এমজিও হিসেবে বদলি করা হয়েছে। 

[৬] বর্তমান লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইন খানকে নবম পদাতিক ডিভিশন সাভারের জিওসি করা হয়েছে। 

[৭] সেনাবাহিনীর পদাতিক ও যুদ্ধকৌশল বিদ্যাপীঠ বা এসআইএনটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেনকে লগ এরিয়া কমান্ডার, কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমানকে চট্টগ্রামের এরিয়া কমান্ডার, বিআইআরসির কমান্ড্যান্ট মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে মেশিন টুলস ফ্যাক্টরিতে, ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো. শহিদুল ইমরানকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিআইআরসিতে এবং ডিএমও ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস হাসানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে এসআইঅ্যান্ডটিতে বদলি করা হয়েছে।